করোনায় মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক
১৯৬৮ সালে তিনি তৎকালীন চারু ও কারুকলা কলেজ থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক হিসেবে যোগ দেন।

প্রথম নিউজ, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চিত্রশিল্পী মাহমুদুল হক। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৭৭ বছর। মাহমুদুল হকের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক মোস্তাফিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাইয়ের শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও জটিল হয়ে যাওয়ায় গত শুক্রবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
১৯৪৫ সালে বাগেরহাট জেলায় চিত্রশিল্পী মাহমুদুল হকের জন্ম। ১৯৬৮ সালে তিনি তৎকালীন চারু ও কারুকলা কলেজ থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১০ সালে প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক হিসেবে তিনি অবসর নেন। আধুনিক চিত্রকলায় তাঁর মনোনিবেশ ছিলো উল্লেখ করার মতো। শিল্পী আধুনিকতাবাদ নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দবোধ করতেন। তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। বুধবার সকাল ১১টায় চারুকলা জানাজার পরে তার মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটের রামপালে নেয়া হবে এবং সেখানে দাফন করা হবে বলে অধ্যাপক মোস্তাফিজুল হক জানিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: