মানুষ ২০১৮ সালের মতো নির্বাচন দেখতে চায় না: সাইফুল হক
আজ শুক্রবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: গাইবান্ধার নির্বাচন প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী কীভাবে ভোট চুরি করেছে, সিসিটিভিতে সেটা দেখা গেছে। সিইসি নিজে বলেছেন, এরা ডাকাত, এরা দুর্বৃত্ত। যে নির্বাচন কমিশন একটা উপ-নির্বাচন করতে পারে না, কীভাবে তারা জাতীয় নির্বাচন করবে? সুতরাং, নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে। দেশের মানুষ ২০১৮ সালের মতো আর কোনও ব্যর্থ নির্বাচন দেখতে চায় না।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাজারের আগুনে প্রতিদিন কোটি-কোটি মানুষ পুড়ে মরছে উল্লেখ করে সাইফুল হক বলেন, ‘বাজারে গেলে দেশে সরকার আছে বলে মনে হয় না। বাজারে গেলে দেখবেন, টাকা দিলেই পণ্য পাচ্ছেন। তার মানে আমাদের উৎপাদন ঠিক আছে। সমস্যাটা হলো মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। গত ৮ মাসে ৪০-৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নীচে নেমে এসেছে।’
তিনি বলেন, ‘সরকার আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা বলে। প্রধানমন্ত্রী ১৮ দিন বিদেশ থেকে আসার পর যে বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। তিনি বলেছেন, আগামী বছর নাকি দুর্ভিক্ষ হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সিন্ডিকেট, মজুতদার ব্যবসায়ীরা এখন আরও মজুত করবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির ঢাকা মহানগরের সভাপতি আকবর খান। এতে আরও বক্তব্য রাখেন– বহ্নি শিখা জামালী, অরবিন্দু ব্যাপারী বিন্দু, আবুল কালাম আজাদ, মোফাজ্জল হোসেন মোস্তাক, ড. শামসুল হক প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews