মনোনয়নপত্র দাখিলের সময় বাড়াতে সিইসিকে বাংলাদেশ কংগ্রেসের চিঠি
প্রথম নিউজ, ঢাকা : মনোনয়নপত্র দাখিলের সময় বাড়াতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ কংগ্রেস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন এ চিঠি দেন।
চিঠিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০টি আসনেই ‘ডাব’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক। সব আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে দাপ্তরিক দীর্ঘসূত্রিতার কারণে কিছু প্রার্থী আয়কর প্রদান সংক্রান্ত কাগজপত্র আজও হাতে পাননি। যা পেতে আরও প্রায় ৩ কার্যদিবস সময় প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে সময় বৃদ্ধি না করলে আমাদের অনেক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না। সুতরাং তফসিলের অন্য সব কিছু ঠিক রেখে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ৫ দিন বৃদ্ধির জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইসির প্রতি আহ্বান।