মানিকগঞ্জে যাত্রী সেজে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু।

মানিকগঞ্জে যাত্রী সেজে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম নিউজ, অনলাইন: হরতাল চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকাগামী স্বপ্ন পরিবহন নামের বাসটিতে যাত্রী সেজে আগুন দেয়া হয়। রবিবার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটির ভেতরের সবকিছুই পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  তিনি জানান, হরতাল  চলাকালীন সকালে স্বপ্ন পরিবহন নামক একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত যাত্রী বেশে ওঠেন। এরপর সকাল পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকায় আসার পরপরই গাড়ি থেকে সমস্ত যাত্রী নামিয়ে দিয়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। দ্রুত সময় মধ্যে পুরো বাসটির ভেতরে বাইরে আগুন ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে বাসে কারা আগুন লাগিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি বলে তিনি জানান।

 বাস চালক আনোয়ার হোসেন জানান, যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে ওঠেন। বাসটি তরা কালী গঙ্গা সেতু অতিক্রম করার পর পাশে থাকা সমস্ত যাত্রীদের তারা নামিয়ে দেয়। এরপর আগুন ধরিয়ে দেয়।  খবর পেয়ে ঘটনাস্থলে যান মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ তদন্ত করছে, দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।  এদিকে হরতালের কারণে সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন কম দেখা গেছে। লোকাল কিছু গাড়ি রাস্তায় দেখা গেলেও দূরপাল্লার কোনো যানবাহন রাস্তায় দেখা যায়নি।