মাঠে ঢোকায় নিষেধাজ্ঞা মেসির দেহরক্ষীর

প্রথম নিউজ, অনলাইন: মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ চলাকালে লিওনেল মেসির স্পর্শ পেতে দর্শকরা মাঠে ঢুকে পড়ছেন, আর তাকে ধরতে পিছু নিয়েছেন মেসির বডিগার্ড ইয়াসিন চুকো। এমএলএসে এমন ঘটনা এখন নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। তবে এখন থেকে মেসির ব্যক্তিগত দেহরক্ষীকে ম্যাচের সময় পিচের ধারে থাকতে দেওয়া হবে না—এমন নিষেধাজ্ঞা জারি করেছে এমএলএস কর্তৃপক্ষ।
মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ৩৫ বছর বয়সী ইয়াসিন চুকোকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেন।
দিন-রাত মিলিয়ে ইয়াসিন ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে। তবে, বর্তমানে সেটা পালন করতে হবে কেবল মাঠের বাইরেই।
এক ভিডিও বার্তায় এমনটাই মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন জানিয়েছেন, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না’। পাশাপাশি, তিনি একটি জোরালো মন্তব্যও করেছেন— ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল।
আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’
যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর সাবেক নেভি সিল ইয়াসিন আরো বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনো সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।
’