ছোট থেকেই চিন্তা ছিল অনেক রান করবো: কোহলি

ছোট থেকেই চিন্তা ছিল অনেক রান করবো: কোহলি

প্রথম নিউজ, ডেস্ক : বর্তমান সময় তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের সংক্ষিপ্ত তালিকায়ও নিজের নাম তুলে নিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজেকে সাত নম্বরে তুলে ফেলেছেন ৩৩ বছর বয়সী এ ব্যাটার।

তিন ফরম্যাট মিলে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর মাত্র দুজন ব্যাটারের। শচিন টেন্ডুলকারের ১০০ ও রিকি পন্টিংয়ের ৭১ সেঞ্চুরির পরই কোহলির (৭০) অবস্থান। ক্যারিয়ার শেষে রান ও সেঞ্চুরি- উভয় পরিসংখ্যানেই শীর্ষে দুইয়ে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে কোহলির।


আর রানের প্রতি এই ক্ষুধাটা তিনি পুষছেন সেই ছোটবেলা থেকেই। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই অনেক বেশি রান করার কথা ভাবতেন কোহলি। যে কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার আগেই তার নামের পাশে ছিল ৭-৮টি ডাবল সেঞ্চুরির ইনিংস।

শুক্রবার নিজের ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন কোহলি। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও চিন্তাভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। এর চুম্বকাংশ নিচে তুলে ধরা হলো:

‘সত্যি বলতে আমি কখনও ভাবিনি যে ১০০ টেস্ট ম্যাচ খেলবো। এটি খুবই লম্বা সফর। এই ১০০ টেস্ট খেলার পথে অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। তাই আমি কৃতজ্ঞ যে ১০০ ম্যাচ খেলতে পারছি। ঈশ্বর আমার প্রতি দয়াশীল ছিলেন। আমিও অনেক পরিশ্রম করেছি।’

‘এটি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার কোচ... তিনিও অনেক খুশি এই টেস্ট ম্যাচ ঘিরে, আমি যতদূর জানি। হ্যাঁ অবশ্যই এটি আমার জন্য অনেক বিশেষ মুহূর্ত।’


‘আমি ব্যক্তিগতভাবে কখনও এটি চিন্তা করে বড় হইনি যে আমি অল্প রান করবো। শুরু থেকেই ভাবনা ছিল যে অনেক রান করবো। জুনিয়র ক্রিকেটে আমি অনেক রান করেছি। আমার মনে হয় প্রথম শ্রেণির ক্রিকেটে নামার আগে ৭-৮টি ডাবল সেঞ্চুরি করেছি।’

‘তো আমার পরিকল্পনা ছিল যত বেশি সময় সম্ভব আমি ব্যাটিং করবো। আমি লম্বা সময় ধরে ব্যাটিং করা সবসময় উপভোগ করেছি। বিশেষ করে সেশন বাই সেশন ধরে ব্যাটিং করা। চেষ্টা করতাম দলকে ম্যাচ জেতাতে, প্রথম ইনিংসে ২ পয়েন্ট এনে দিতে... তখনকার নিয়ম অনুযায়ী।’

‘এসব জিনিস আসলে আপনার কাছ থেকে যেমন অনেক কিছু নিয়ে নেয়, তেমনি আপনাকে নিজেকে গড়তেও সাহায্য করে। আপনার নিজের ব্যক্তিত্বের সত্যিকারের পরীক্ষা নেয়। আমি এটি সবসময় উপভোগ করেছি। টেস্ট ক্রিকেটকে অবশ্যই বেঁচে থাকতে হবে। কারণ মানুষকে এর অভিজ্ঞতা পেতে হবে। আমার কাছে এটিই সত্যিকারের ক্রিকেট।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom