সিরিজ হারের পর দুঃসংবাদ শুনতে হলো নিউজিল্যান্ডকে

তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল

 সিরিজ হারের পর দুঃসংবাদ শুনতে হলো নিউজিল্যান্ডকে
সিরিজ হারের পর দুঃসংবাদ শুনতে হলো নিউজিল্যান্ডকে-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষের মাঠে জয়ের খুব খাছে গিয়েও হারতে হয় সিরিজের প্রথম দুই ম্যাচ। এতে সিরিজ হার এড়াতে পারেনি কিউইরা। সফরকারীদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য। তবে তার আগে দুঃসংবাদ শুনতে হলো নিউজিল্যান্ডকে। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচে পেসার কাইল জেমিসনকে পাচ্ছে না তারা। 

শুধু এই সিরিজই নয়, পিঠের নিচের অংশে ‘স্ট্রেস-রিঅ্যাকশন’ নিয়ে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে জেমিসনকে। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড এক বার্তায় বলেন, ‘খেলোয়াড়রা চোটের কারণে সফর ত্যাগ করতে বাধ্য হওয়া সবসময়ই দুঃখজনক। লর্ডসে প্রথম টেস্টে কাইল বড় ভূমিকা পালন করেছিল এবং আমি জানি যে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে কতটা হতাশ হয়েছিলেন সে। কাইল স্পষ্টতই আমাদের জন্য একটি বিশাল সম্পদ এবং আমরা ধৈর্য ধরে আছি যাতে সে এই বছরের শেষের দিকে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসেন।’

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে লর্ডসে বল হাতে ৬ উইকেট নেন জেমিসন। দ্বিতীয় টেস্টে চোটের কারণে প্রথম ইনিংসে ১৬ ওভার ৩ বল করে চোট নিয়ে মাঠ ছাড়েন। একই কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি জেমিসন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom