মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের
প্রথম নিউজ, ঢাকা : খালী ফ্লাইওভারের নিচে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইমন (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইমনের বন্ধু নূর হোসেন বলেন, ইমন তেজগাঁও নাখালপাড়া এলাকায় মোবাইল মেকানিকের কাজ করতো। গতরাতে মহাখালীর আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।