মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা  ও সংঘর্ষ, আহত ৫

 বুধবার (৬ সেপ্টেম্বর) শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা  ও সংঘর্ষ, আহত ৫

প্রথম নিউজ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় মিছিল নিয়ে যাওয়াকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও  ছাত্রলীগনেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ও সংঘর্ষের  ঘটনা ঘটেছে।
 বুধবার (৬ সেপ্টেম্বর) শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বুধবার বেলা সাড়ে ১২টায় শহরের ইসলামপুর পাড়স্থ বিএনপি জেলার দলীয় কার্যলয় প্রঙ্গনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকমীরা সমাবেশ স্থলে আসতে থাকে। এ সময় শহরের চৌরঙ্গী মোড়ে সেচ্ছাসেবক দলের একটি মিছিলে ছাত্রলীগ পেছন থেকে হামলা করে ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে সদর থানা কৃষক দলের আহবায়ক বি এম পলাশ সহ  সেচ্ছাসেবক দলের ৫ নেতাকমী আহত হয়। এ ঘটনা কে কেন্দ্র করে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে  পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। প্রতিনিধি সভায় জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরদার নুরুজ্জামান সহ-সভাপতি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল, বিশেষ অতিথি ছিলেন আবু ফায়সাল জিহাদ সহ -সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ গোলাম জাহিদ।

এদিকে  ছাত্রলীগের মাগুরা জেলা শাখার  সভাপতি  নাহিদ খান  ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ  হামলার  বিষয় টি অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। হিন্দুদের বড় ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমীর সার্বিক সহযোগিতা করার কাজে তাদের নেতাকর্মীরা  ব্যস্ত ছিল। পরবর্তীতে হামলার খবর শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি এবং আমাদের নেতাকর্মীদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসি।