কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

কিশোরের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম নিউজ, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ওই ছাত্রী বাড়ির উঠানে খেলা করার সময় একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনহাট মহিমপাড়া এলাকার এক কিশোর (১৬) শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের হলুদ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সে পালিয়ে যায়।

পরে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন। এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, ঘটনাটি জেনে ওই শিশুকে হাতপাতালে ভর্তি করি। শিশুটি বাবা থানায় অভিযোগ দেওয়ায় পুলিশ বিষয়টি দেখছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ধর্ষণের অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছেন। রাতেই অভিযান চালানো হয়েছে। অভিযুক্ত কিশোর ও তার পরিবার পালিয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom