ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত হচ্ছে,মির্জা ফখরুল

প্রথম নিউজ, অনলাইন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের মানুষকে আবারও ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেটা হতে দেব না, খুব পরিষ্কার কথা।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর বাড্ডার মাদানি সড়কের বেরাইদ ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবই ইনশাআল্লাহ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি ঈদ সামগ্রী নিয়ে, ইফতারসামগ্রী নিয়ে। তাদের সুখে-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি।
কিন্তু আমাদের স্বার্থে যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তারা দাবি আদায় করে নিতে জানে।’
কারো পক্ষেই বিএনপি নয় জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভারতের পক্ষেও নই, পাকিস্তানের পক্ষেও নই, আমরা আমেরিকার পক্ষেও নই, আমরা ইংল্যান্ডের পক্ষেও নই। আমরা বাংলাদেশের পক্ষে।
আমাদের নেতা তারেক রহমান সাহেব খুব পরিষ্কার করে বলেছেন—সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি।’
শেখ হাসিনা বিএনপির ৯০ শতাংশ নেতাকর্মীকে জেলে নিয়েছিলেন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মীকে তারা হত্যা করেছিল, প্রায় এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করেছে। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এ ধরনের নজির খুব কম। আমার কাছে মনে হয়, আল্লাহ তাআলা তাঁর অলৌকিক শক্তির মাধ্যমে হঠাৎ করে একদিন হাসিনাকেই যেন গুম করে দিলেন।
’
মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক তহিরুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক, বিএনপির ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর প্রমুখ।