বিয়ের ১৬ দিন পর ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রথম নিউজ, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে বিয়ের ১৬ দিন পর শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- সুদরানা গ্রামের সাইফুল সরদারের ছেলে মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুর (১৯)। ৩ জুলাই পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। লিমার বাবাবাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান জাগো নিউজকে বলেন, মাসুম ও তার স্ত্রী লিমা খাতুন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যান। বুধবার সকাল হলেও তারা ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে মান অভিমান থেকেই তারা আত্মহত্যা করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews