বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার, হাসপাতালে স্ত্রী-সন্তান

 নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাসচাপায় আজহারুল ইসলাম নান্টু (৪৫) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে

বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার, হাসপাতালে স্ত্রী-সন্তান
বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার, হাসপাতালে স্ত্রী-সন্তান

প্রথম নিউজ, নেত্রকোণা: নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাসচাপায় আজহারুল ইসলাম নান্টু (৪৫) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রীসহ নয় বছরের এক মেয়ে।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে নেত্রকোণা-মদন সড়কের মাটিকাটা বাগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম নান্টু জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা। তবে তার আহত স্ত্রী এবং মেয়ের নাম জানা যায়নি।

আটপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে মদন থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিলেন আজহারুল ইসলাম নান্টু। পথে আটপাড়া উপজেলার মাটিকাটা বাগরা এলাকায় পৌঁছালে পেছন থেকে ছুটে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আজহারুলসহ তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজহারুল ইসলাম নান্টুকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রী ও সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: