বৈষম্যবিরোধী মামলার আসামি সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার

বৈষম্যবিরোধী মামলার আসামি সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন: কুমিল্লার  তিতাস উপজেলার শাহাপুর গ্রামের মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০৪ মে) রাতে তিতাস থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত মো. ফারুক মিয়ার পিতার নাম আনু মিয়া চেয়ারম্যান।  তার বাড়ি শাহপুর (চেয়ারম্যান বাড়ি), তিতাস থানায়।
আজ ৫ মে সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও তিনটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সর্বমোট ৯টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেগুলোতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক আসামি হিসেবে ফেরারি ছিলেন।

বৈষম্যবিরোধী মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামি এবং ৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই পলাতক ফারুককে তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, "আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশি দিন পালিয়ে থাকতে পারে না। আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় তাকে আটক করা হয়েছে।  আজ তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।