বিশ্বকাপ খেলতে ভারত গেলেন ৬ শ্যুটার, পদকে চোখ কলির
গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম বাংলাদেশী শ্যুটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতিহাস গড়েছিলেন কামরুন নাহার কলি
প্রথম নিউজ, ডেস্ক : গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম বাংলাদেশী শ্যুটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতিহাস গড়েছিলেন কামরুন নাহার কলি। দুই মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ খেলতে কলিসহ ৬ শ্যুটার রোববার দুপুরে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তারা হলেন রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম, অর্ণব শারার, কামরুন নাহার কলি, নাফিসা তাবাসুম ও শাইরা আরেফীন। আগামীকাল ভারতের ভূপালে শুরু হবে ৮ দিনব্যাপী এই বিশ্বকাপ
ইন্দোনেশিয়ায় আগের বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন কামরুন নাহার কলি। ফাইনালে হয়েছিলেন অষ্টম।
গত অক্টোবরে মিশরের কায়রোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও আলো কেড়েছিলেন কামরুন নাহার কলি। সেবার তিনি ৬২৯ স্কোর করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শ্যুটারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।ভুপাল রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কামরুন নাহার কলি বলেছেন, ‘আমি এবার পদক জেতার চেষ্টা করবো। আমি দেশবাসীর দোয়া চাই।’