ঢাকায় মাদকসহ তিন কারবারি গ্রেফতার

রাজধানীর দারুস সালাম এবং ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে মাদকসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকায় মাদকসহ তিন কারবারি গ্রেফতার
ঢাকায় মাদকসহ তিন কারবারি গ্রেফতার

প্রথম  নিউজ, ঢাকা : রাজধানীর দারুস সালাম এবং ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে মাদকসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল, ১৬ কেজি গাঁজা ও ৮ হাজার ৮২০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।

রোববার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে র‌্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো. শরীফ (২৫), মো. আরিফ হাসান (৩০) ও মো. সিরাজ মোল্লা (৪৫)।

র‌্যাব জানায়, শনিবার সকালে র‌্যাব-৪ এর পৃথক দুইটি দল রাজধানীর দারুস সালাম ও ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৪০ বোতল ফেনসিডিল, ১৬ কেজি গাঁজা ও ৮ হাজার ৮২০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। এ সময় মো. শরীফ, মো. আরিফ হাসান ও মো. সিরাজ মোল্লা নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে আসছেন। এরপর সেগুলো রাজধানী ও ঢাকা জেলার নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন তারা। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: