বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে

বাংলাদেশের বিদেশি ঋণ কমেছে

প্রথম নিউজ, ঢাকা : চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি খাতে মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার, যা গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো বৈদেশিক ঋণ ১০০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার হয়েছিল। সে হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশের বিদেশি ঋণ ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলার কমেছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মার্চ শেষে সরকারের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৯ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের শেষে ছিল ৭৯ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। অন্যদিকে বেসরকারি খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা গত বছরের ডিসেম্বরের ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের চেয়ে ৩ শতাংশ কম। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ ১১ দশমিক ০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ডিসেম্বরের ১১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার থেকে ৭৫০ মিলিয়ন ডলার কম। একই সঙ্গে বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ ডিসেম্বরের ৯২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে মার্চে ৯১ দশমিক ৫৩ কোটি ডলারে নেমে এসেছে।