বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো রোনালদোর ক্লাব

রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখানোর পর বাংলাদেশে তার ভক্তরা দলটির খেলার খোঁজখবর রাখতে শুরু করেছেন। একইভাবে বাংলাদেশের ব্যাপারেও হয়তো আগ্রহী হয়ে উঠেছে ক্লাবটি।

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো রোনালদোর ক্লাব
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো রোনালদোর ক্লাব
প্রথম নিউজ, খেলা ডেস্ক: বাংলাদেশে  অগণিত ভক্ত-সমর্থক  আছে সময়ের সেরা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। আর্জেন্টিনা যেভাবে লিওনেল মেসির বাংলাদেশি ভক্ত-সমর্থকদের সামনে নিয়ে এসে এখানে জনপ্রিয়তা আরও বাড়িয়েছে, তেমনিই হয়তো চেষ্টা করছে সৌদি আরবের ক্লাব আল-নাসর। রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখানোর পর বাংলাদেশে তার ভক্তরা দলটির খেলার খোঁজখবর রাখতে শুরু করেছেন। একইভাবে বাংলাদেশের ব্যাপারেও হয়তো আগ্রহী হয়ে উঠেছে ক্লাবটি। বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে আল-নাসর ক্লাব। সৌদি প্রো লীগের ক্লাবটি তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছে। সেখানে তারা বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’ এরপর ক্যাপশনে যোগ করেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’

বাংলাদেশ নামটা আর্জেন্টিনায় এখন বেশ পরিচিত। কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থনের কারণেই এটা হয়েছে। বাংলাদেশের নাম তখন বেশ ভালোভাবেই উঠে এসেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসির মুখেও শোনা গেছে বাংলাদেশের প্রশংসা। এরই মধ্যে বাংলাদেশে খোলা হয়েছে আর্জেন্টিনার দূতাবাস। দুদিন আগে আজেন্টিনার বিশ্বকাপ শিরোপা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচের উৎসবেও দেখা গেছে বাংলাদেশের উপস্থিতি। বাংলাদেশের পতাকা অঙ্কিত সবুজ রংয়ের বিশেষ জার্সি গায়ে উৎসব করতে দেখা যায় আর্জেন্টাইনদের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: