রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণার প্রতিবাদে যা বললেন বোন প্রিয়াংকা
রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণার প্রতিবাদে রোববার ভারতজুড়ে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস।
প্রিয়াংকা গান্ধী বলেন, ‘আমার ভাই (রাহুল গান্ধী) একজন শহিদের সন্তান। আপনি আমার ভাইকে দেশদ্রোহী ও মীর জাফর বলেছেন। আপনি (মোদি) তার মাকে অপমান করেছেন। আপনার একজন মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধী জানেন না তার বাবা কে। আপনি প্রতিদিন আমার পরিবারকে অপমান করেন, কিন্তু কোনো মামলা হয় না।’ গান্ধী পরিবারের বিরুদ্ধে বিজেপির বেপরোয়া আক্রমণের নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছেন বলেও অভিযোগ করেছেন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘কাশ্মীরি পণ্ডিত বংশকেও অপমান করেছেন মোদি’।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করায় গুজরাট আদালতে দোষী প্রমাণিত হন রাহুল। ওবিসি (পিছিয়ে পড়া জনগোষ্ঠী) সম্প্রদায়কে অপমান করার দায়ে কংগ্রেস নেতাকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। সাজা পাওয়ায় ভারতের সংবিধান অনুযায়ী, এমপি পদ হারান রাহুল। কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, ‘নীরব মোদি কি ওবিসি? মেহুল চোকসি কি ওবিসি? ললিত মোদি কি ওবিসি? তারা তো পলাতক।’
তিনি বলেন, ‘রাহুল গান্ধী কেবল কালো টাকা নিয়ে পালিয়ে যাওয়াদের প্রসঙ্গ তুলেছিলেন। কংগ্রেস সারা দেশে শত শত বিক্ষোভ করবে। আমরা বাকস্বাধীনতা রক্ষার জন্য লড়াই করব। রাহুল গান্ধীর পাশে দাঁড়ানোর জন্য আমি সব বিরোধী দলকে ধন্যবাদ জানাই।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: