শাকিরার চিকিৎসা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস! বড় জরিমানা ক্লিনিকের

শাকিরার চিকিৎসা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস! বড় জরিমানা ক্লিনিকের

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বিখ্যাত পপতারকা শাকিরার চিকিৎসা সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের দায়ে বড়সড় জরিমানার মুখে পড়েছে পেরুর একটি বেসরকারি ক্লিনিক। বুধবার পেরুর স্বাস্থ্য দপ্তর নিশ্চিত করেছে, প্রায় ১.৯ লক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে ক্লিনিকটিকে।

ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসে। ৭ বছর পর প্রথম বিশ্বভ্রমণে বেরোনো শাকিরা তখন লিমায় তার ‘Las Mujeres Ya No Lloran’ ট্যুরে। সেই সময় পেটের সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং একটানা কনসার্ট বাতিল করতে হয়।
যদিও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দু’দিনের মধ্যেই তিনি ফের মঞ্চে ওঠেন। কিন্তু ঠিক তার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার চিকিৎসা সংক্রান্ত গোপন নথি। তা নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। ভক্তরা তীব্র প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে তদন্তে নামে পেরুর স্বাস্থ্য দপ্তর।
শাকিরা চিকিৎসাধীন ছিলেন ‘ডেলগার্ডো অউনা’ নামের একটি বেসরকারি ক্লিনিকে। তখনই তারা স্বীকার করেছিল, এটি তাদের আচরণবিধি ও তথ্য গোপনীয়তা নীতির চরম লঙ্ঘন। বুধবার, তদন্ত শেষে পেরুর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, রোগীর ব্যক্তিগত তথ্য ফাঁস করার দায়ে এই ক্লিনিককে ১ লক্ষ ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।