সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় আশাশুনি সড়কে পিকআপের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা আশাশুনি সড়কের দহাকুলা ভাটামোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুলতান আলী (৫৬)। তিনি আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র।  

ঘটনা সুত্রে জানা যায়, সকালে ভ্যানচালক সুলতান আলী ভ্যান নিয়ে সাতক্ষীরায় আসার পথে আশাশুনি থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পিক সজোরে ভ্যানে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ও ভ্যান জব্দ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরার মর্গে প্রেরণ করেছেন।