ঢাকা শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা
ঢাকা শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তার নাম মো. মামুন। তিনি মিরপুর এলাকার বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা ছিলেন। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের বাবার নাম মৃত ফজলুল হক। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত মামুনের বড় ভাই মো. মাসুদ রানা।

জানা গেছে, নিহত মামুন শেরেবাংলা নগর থানাধীন শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করার সময় তাকে চোর সন্দেহে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার সত্যতা  নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ওসি উৎপল বড়ুয়া। এ ঘটনার পর শিশু হাসপাতালে যান ওসি উৎপল বড়ুয়া। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখার পর ওসি বলেন, ‘এখন কিছু বলা যাবে না। আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’ 

মামুনকে মারধরের কারণ ও সিসিটিভির ফুটেজে কী দেখলেন- সাংবাদিকরা জানতে চাইলে ওসি বলেন, মারধরের কারণ সম্পর্কে জানা যায়নি। সিসিটিভি ফুটেজ পেয়েছি। আমরা ফুটেজ বিশ্লেষণ করছি।ঘটনাটি তদন্ত করছি।এ ছাড়া দোষীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: