ইদ্রিস তার প্রতিবাদ করলে হাফিজুর রহমান তাকে এমপি’র সামনে মারধর শুরু করেন। সহ-সভাপতি মো. ইদ্রিস সরদার অভিযোগ করে বলেন, সংসদ সদস্যর সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান আমাকে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্য করে। আমি সাবেক উপজেলা চেয়ারম্যানের কথার প্রতিবাদ করলে হাফিজুর রহমান আমার উপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ ও যুবলীগ কর্মী কাজী রিয়াজ (২৭), পলাশ তালুকদার (৩০) ও রুবেল হোসেন (২৫) ইদ্রিসসহ ৭/৮ জন আমাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। স্থানীয়রা আহত ইদ্রিসকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগের ব্যাপারে জানতে মো. হাফিজুর রহমানকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: