আজ আবারও আবাহনীর মুখোমুখি মোহামেডান
প্রথম নিউজ, অনলাইন: মৌসুমে আরও একবার মুখোমুখি হচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগেরবার প্রিমিয়ার লিগে দেখা হয়েছিল। এবার ফেডারেশন কাপে তাদের দ্বৈরথ। বি-গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি আজ কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা পৌনে ৩টায় শুরু হবে। একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে গ্রুপের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে।
কুমিল্লার এই ভেন্যুতেই মৌসুমের প্রথম মর্যাদার লড়াইয়ে মোহামেডানের কাছে হার মেনেছিল ঢাকা আবাহনী। দুই দলেরই হোম ভেন্যু কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। প্রিমিয়ার ফুটবল লিগে গত বছর ১৪ ডিসেম্বর হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মৌসুমের প্রথম সাক্ষাৎ। দারুণ উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ দেখতে কুমিল্লা স্টেডিয়ামে সেদিন দর্শকের ঢল নেমেছিল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্যবধান গড়ে দিয়েছিলেন মোহামেডানের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। ১-০ গোলে জিতেছিল মোহামেডান। সেই হারের স্মৃতি এখনো ভুলতে পারেনি আবাহনী।
এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের তাদের সামনে সাদা-কালোরা। আজ তাই আকাশি নীলদের সামনে মোহামেডানের বিপক্ষে মধুর প্রতিশোধের সুযোগ। সেই সুযোগ কি কাজে লাগাতে পারবে আবাহনী? গত কয়েক মৌসুমে দুই দলের লড়াইয়ে ফেভারিট হিসাবে মাঠে নামত আবাহনী।
তবে এবার হয়েছে উলটোটা। কারণ এবার আবাহনী দল গড়েছে বিদেশি ফুটবলার ছাড়া। স্থানীয় ফুটবলাররা অবশ্য বেশ ভালো পারফরম্যান্স করছেন আবাহনীতে। তবে তাদের অন্যতম স্ট্রাইকার সুমন রেজা ইনজুরিতে পড়ায় কিছুটা ছন্দপতন হয়েছে। লিগের পারফরম্যান্সের বিচারে অবশ্য আবাহনী থেকে এগিয়ে মোহামেডান। ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সাদা-কালোরা।
এখন পর্যন্ত এবারের লিগের একমাত্র অপরাজিত দল মোহামেডান। অন্যদিকে আবাহনী ছয় ম্যাচের চারটিতে জিতেছে, একটিতে ড্র করেছে। লিগে তাদের একমাত্র হার মোহামেডানের বিপক্ষে। ১৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তৃতীয় স্থানে।
এই মাঠে প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে জয়, লিগের সার্বিক পারফরম্যন্সের হিসাবে আজকের ম্যাচে ফেভারিট মোহামেডানই। ফেডারেশন কাপে অবশ্য দুই দলের সমান পয়েন্ট। তবে আবাহনীর চেয়ে এক ম্যাচ বেশি খেলে তিন পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তাদের পরেই আবাহনীর অবস্থান।
নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে ১-০ গোলের হারে শুরু করলেও পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে স্বরূপে ফিরেছে কোচ আলফাজ আহমেদের শিষ্যরা। অন্যদিকে আবাহনী তাদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছিল ৩-০ গোলে। গ্রুপের সেরা দুই দল খেলবে পরবর্তী রাউন্ডে। ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে রহমতগঞ্জ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে এখন আবাহনী ও মোহামেডান দুই দলকেই কঠিন লড়াই করতে হবে।