বেলজিয়ামের বৈশাখী উৎসবে আঁখি-প্রতীক

বেলজিয়ামের উদ্যোগে আগামী ৩০শে এপ্রিল  রোববার বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। আর এতে বাংলাদেশ থেকে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও প্রতীক হাসান।

বেলজিয়ামের বৈশাখী উৎসবে আঁখি-প্রতীক

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশন, বেলজিয়ামের উদ্যোগে আগামী ৩০শে এপ্রিল  রোববার বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। আর এতে বাংলাদেশ থেকে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও প্রতীক হাসান। আরও থাকবেন ফোক কন্যা বন্যা তালুকদার। এ ছাড়াও বেলজিয়াম গট ট্যালেন্ট খ্যাত নাচের দল ককলস ডুয়ো’র পারফরমেন্স। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শান্তা জাহান। পাশাপাশি  স্থানীয় শিল্পীদের পরিবেশনাও থাকবে। লিয়াজের প্রাণকেন্দ্রে অভিজাত হল জর্জ  ট্রুফু, লিয়েজ এ বেলা ১টা থেকে অনুষ্ঠিত হবে জমকালো এ বৈশাখী  উৎসব এবং মেগা কনসার্ট। বেলগো বাংলা কালচারাল এসেসিয়েশনের এই আয়োজন করছেন সাইদুর রহমান লিটন, চয়ন রায়, তপন রায়, শরিফুল মনজু, মহসিন হোসেন, জসিম উদ্দিন ও হাবিবুল হাসান সোহাগ। চয়ন রায় মানবজমিনকে বলেন, বাঙালি ঐতিহ্যের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই আনন্দ উৎসবে আগামী ৩০শে এপ্রিল  উদ্‌যাপিত হতে যাচ্ছে বেলজিয়ামের লিয়েজ শহরে। 

এ আয়োজনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেলজিয়ামে বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এবারের বৈশাখী বরণে বাংলাদেশ থেকে জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। আমরা চাই প্রতি বছরই বেলজিয়ামে বৈশাখ উদ্‌্‌যাপনের পাশাপাশি বাংলাদেশের প্রতিটা বিশেষ দিনকে উদ্‌যাপন করতে। তিনি আরও বলেন, অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকবে সুলভমূল্যে পান্তা-ইলিশের ব্যবস্থা। আরও থাকবে বাহারি রকমের কাপড়ের স্টল। থাকছে লটারি প্রতিযোগিতা।