সাফল্যে অরিজিৎ সিংয়ের মাথা খারাপ হয়ে গেছে
প্রথম নিউজ, ডেস্ক : বলিউডে গত কয়েক বছরে সর্বাধিক সাফল্য পাওয়া কণ্ঠশিল্পী অরিজিৎ সিং।
প্লেব্যাকে তাকে এখনও অদ্বিতীয় ভাবা হচ্ছে। প্রেম-বিরহের গান মানেই অরিজিৎ— এমনটিই বক্তব্য ভারতীয় সংগীতপ্রেমীদের।
আর সেই অরিজিৎকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বলিউডের নামকরা গীতিকার ইসমাইল দরবার।
তার সেই বিতর্কিত বক্তব্য এখন রীতিমতো ভাইরাল।
সম্প্রতি ভারতের এক রেডিও শোয়ে হাজির হয়ে ইসমাইল বলেন, ‘অরিজিৎ আমার খুব পছন্দের। তবে ওর আকাশছোঁয়া সাফল্যে মাথা খারাপ হয়ে গেছে। কেমন যেন অদ্ভুত আচরণ করে ইদানীং।’
এটি বলেই চুপ থাকেননি গীতিকার ইসমাইল দরবার। বলেন, ‘অরিজিৎ মনে করেন, ওর কাউকে আর দরকার নেই। কিন্তু এটা ঠিক নয়। আমি তার ভালো চাই বলেই এমনটি বলছি। বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকেই এভাবে শেষ হয়ে গেছে। অরিজিৎ আমার কথা শুনলে খারাপ হবে না অবশ্যই।’
ইসমাইলের মতে, বলিউডে টিকে থাকতে হলে শুধু গুণ থাকলেই হয় না, সবার সঙ্গে ভালো সম্পর্ক ও পেশাদারিত্ব বজায় রাখতে হয়। আর সেটির অভাব ঘটলেই বিপদ।
এদিকে অরিজিৎকে নিয়ে ইসমাইলের এই বিস্ফোরক মন্তব্যের সঙ্গে সহমত নন অনেকেই।
বিষয়টি ক্ষোভে ফুঁসছেন অরিজিৎভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ইসমাইলের সমালোচনাও করছেন তারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: