বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মদিন আজ
১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হয়ে আসেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ।

প্রথম নিউজ, ঢাকা: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৬তম জন্মবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর জন্মস্থান নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (নূর মোহাম্মদ নগর) গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। তিনি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) সিপাহি হিসেবে যোগদান করেন। পরে ল্যান্স নায়েক হন। ইপিআর বর্তমানে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) নামে প্রতিষ্ঠিত।
১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হয়ে আসেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: