বিরোধী দলগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলার ক্ষমতা আওয়ামী লীগের নেই: গণতন্ত্র মঞ্চ
আজ বুধবার দুপুরে পুরানা পল্টন মোড়ে পদযাত্রা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: বিরোধী দলগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলার ক্ষমতা আওয়ামী লীগের নেই বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। জোটটির নেতারা বলেন, মানুষ তাঁদের অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছেন। আজ বুধবার দুপুরে পুরানা পল্টন মোড়ে পদযাত্রা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চ। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের একটি কর্মসূচি চলার কারণে পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের নেতা–কর্মীরা জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিলের উদ্দেশে পদযাত্রা শুরু হয়।
পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, এখন ২০২৩ সাল। এটাকে ২০১৪ বা ২০১৮ সাল মনে করলে হবে না। কারণ, এখন হামলা করা হলে জনগণ মোকাবিলা করতে শুরু করেছেন। গতকাল মঙ্গলবার পদযাত্রা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল থেকে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই।
নতুন কর্মসূচির বিষয়ে সাইফুল হক বলেন, পরবর্তী কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। ঢাকাতে লাখ লাখ মানুষ রাজপথ দখল করবেন। আলাপ-আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। গতকালের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, হামলা ও গুলি করে সরকার এই বার্তা দিতে চায়, আপনারা ঘরে বসে থাকেন, রাস্তায় নামবেন না। কিন্তু এবার মানুষকে ঘরে আটকে রাখা যাবে না। মানুষ তাঁদের অধিকার আদায়ে রাজপথে নেমে এসেছেন।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে গণতন্ত্রের মঞ্চের নেতা কর্মীদের উদ্দেশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অত্যাচার যতই বাড়ুক, প্রতিবাদ থামবে না। আন্দোলনের পথ ছাড়বেন না। যত দিন না এই সরকার ক্ষমতা থেকে না যায়, তত দিন ধরে আন্দোলন চালিয়ে যাবেন। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বাইরে থেকে আসা ব্যক্তিদের বড় গলায় বলা হচ্ছে সঠিক নির্বাচন হবে। সঠিক নির্বাচনের নমুনা কেমন হবে, তা সর্বশেষ ঢাকা-১৭ আসনের নির্বাচনে দেখা গেছে।
পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত এই সমাবেশের সঞ্চালনায় ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে কমলাপুর রেলস্টেশন অভিমুখে পথযাত্রা বের করেন গণতন্ত্র মঞ্চের নেতা–কর্মীরা। এ সময় তাঁরা সরকারবিরোধী নানা স্লোগান দেন।