ব্যাংকসহ বড় ৪ খাতে সাইবার হামলার আশঙ্কা করছি: পলক
প্রথম নিউজ, ঢাকা : দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংকসহ চারটি বড় খাতে সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ‘চলমান সময়ে সাইবার নিরাপত্তাবিষয়ক জরুরি সভা’ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে আমরা চারটি বড় খাতে সাইবার হামলা হওয়ার আশঙ্কা করছি। সেগুলো হলো- ব্যাংক সেক্টর, তৈরি পোশাকশিল্প, টেলিকম সেক্টর ও বিদ্যুৎ-জ্বালানি খাত