ব্যাংকে টাকা জমা বেড়েছে: গভর্নর
সোমবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে গভর্নর এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ, অনলাইন: সার্বিকভাবে ব্যাংকে টাকা তোলার চেয়ে জমা বেশি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, গত দুই দিনের হিসাবে দেখা গেছে, তারল্য সংকটে থাকা ৯টি ব্যাংকসহ সব ব্যাংকের নগদ টাকার প্রবাহ পজিটিভ। সোমবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে গভর্নর এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।