বিপিএলের অংশ হতে ঢাকা এসেছেন অ্যামব্রোস

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোস

 বিপিএলের অংশ হতে ঢাকা এসেছেন অ্যামব্রোস
 বিপিএলের অংশ হতে ঢাকা এসেছেন অ্যামব্রোস

প্রথম নিউজ, ডেস্ক : নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোস। তার ঢাকা পৌঁছানোর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির সে ভিডিও বার্তায় সাবেক কিংবদন্তি এ পেসার জানিয়ে দিলেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি। এখানে বিপিএলের অংশ হতেই এসেছি। তবে ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর প্রত্যাশা করে ফেলবেন না যেন।’

যদিও ধারাভাষ্যকার হিসেবে অ্যামব্রোস খুব বেশি পরিচিত অথবা জনপ্রিয় নন। তবে ক্যারিবিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছেন তিনি। এছাড়াও গেল বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকার ছিলেন অ্যামব্রোস। সে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল।

সে স্মৃতি মনে করে অ্যামব্রোস বললেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এখানে। এবার বিপিএলে ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom