বৃদ্ধকে এক কিলোমিটার টেনে নিয়ে গেল স্কুটি, অতঃপর...
ভারতের বেঙ্গালুরুর মাগাডি রোডে এক বৃদ্ধকে প্রায় এক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গেল স্কুটার আরোহী এক যুবক
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের বেঙ্গালুরুর মাগাডি রোডে এক বৃদ্ধকে প্রায় এক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে গেল স্কুটার আরোহী এক যুবক। যেখানে রাস্তাজুড়ে বাইকের পেছনের অংশ ধরে ঝুলে ছিলেন ৭১ বছর বয়সি ওই বৃদ্ধ। এ ঘটনায় কোনো ভ্রূক্ষেপ নেই ওই চালকের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সে ভিডিওটি।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি এসইউভি গাড়িতে ধাক্কা মেরেছিলেন ওই স্কুটার আরোহী। যেখানে চালকের আসনে ছিল ওই বৃদ্ধ। পরে তিনি পালানোর চেষ্টা করলে গাড়ি থেকে নেমে ওই স্কুটার চালকের পেছনের অংশ টেনে ধরেন গাড়ির চালক। আর তখনই বৃদ্ধকে টানতে টানতে প্রবল গতিতে ছুটতে থাকে স্কুটারটি।
এদিকে রাস্তার ওই দৃশ্য দেখে ওই স্কুটি আরোহীকে ফলো করে কয়েকটি বাইক ও অটো। শেষ পর্যন্ত একটি অটো ও বাইক স্কুটিচালককে থামান। আশ্চর্যজনকভাবে স্কুটি ছেড়ে উঠে দাঁড়ান ওই বৃদ্ধ। শুরু হয় স্কুটি আরোহীর সঙ্গে পথচারীদের তর্কাতর্কি। শেষ পর্যন্ত ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
এ ঘটনায় বেঙ্গালুরু ওয়েস্টের ডিসিপি বলেন, শহরের একটি হাসপাতালে ভর্তি করে ওই বৃদ্ধের চিকিৎসা চলছে। স্কুটি আরোহীকে গ্রেফতার করেছে গোবিন্দরাজ নগর থানার পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: