ইউক্রেনের সেনা প্রধান ও শীর্ষ মার্কিন জেনারেলের প্রথম সাক্ষাৎ
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভলারি জালুঝনি মঙ্গলবার বলেছেন, তিনি এই প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে পোল্যান্ডে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে সাক্ষাত করেছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে এই দুই শীর্ষ সামরিক কর্মকর্তার সাক্ষাতকে গুরুত্বের সঙ্গে দেখা যাচ্ছে। খবর এএফপির।
কিয়েভের জন্য মার্কিন সামরিক সহযোগিতা দেওয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অন্যতম এ শীর্ষ জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর টেলিগ্রামে জালুঝনি বলেছেন, সাক্ষাতকালে ‘আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জরুরি প্রয়োজনের কথা তাকে বলেছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: