পশ্চিম সীমান্ত দিয়ে ইউক্রেন ছেড়েছেন ৩৩ লাখ নাগরিক
প্রথম নিউজ, ডেস্ক : যুদ্ধের কারণে ইউক্রেনের ৩৩ লাখ নাগরিক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে বের হয়েছেন। শুধু তাই নয়, চলমান এ যুদ্ধে দেশটির ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
ভেরেশচুক জানিয়েছেন, রুশ আগ্রাসন শুরুর পর থেকে প্রধান অঞ্চলগুলো থেকে ১ লাখ ৯০ হাজারের বেশি বেসামরিককে হিউম্যান করিডোর ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি জানান, শনিবার কিয়েভ এবং লুহান্সক অঞ্চলে হিউম্যান করিডোর চালু ছিল। ম্যারিউপোলে এ করিডোর আংশিক চালু ছিল। ওই অঞ্চলে রাশিয়ান সৈন্যরা বাস চলতে দেয়নি।
অন্যদিকে আল জাজিরার এক খবরে বলা হয়েছে, শনিবার ছয় হাজার বেসামরিককে হিউম্যান করিডোর ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড কিরিলো টিমোশেঙ্কো এক অনলাইন পোস্টে জানিয়েছেন, শনিবার ৪ হাজার ১২৮ জন বন্দর নগর ম্যারিউপোল ত্যাগ করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews