কাশ্মিরে ভারতীয় পুলিশ বাসে ভয়াবহ হামলা
ভারতীয় কর্মকর্তারা বলেন, ওই পুলিশ সদস্যরা দিনের কাজ শেষ করে যখন তাদের ক্যাম্পে ফিরছিল তখন তাদের ওপর হামলা চালানো হয়।

: ভারতীয় কর্মকর্তারা বলেন, ওই পুলিশ সদস্যরা দিনের কাজ শেষ করে যখন তাদের ক্যাম্পে ফিরছিল তখন তাদের ওপর হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালালে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে তারা জানান। সরকারি বিবৃতিতে জানানো হয়, ভারতীয় পুলিশের সহকারী সাব ইন্সপেক্টর গুলাম হাসান ও কনস্টেবল শফিক আলি সোমবার রাতে মারা গেছেন এবং গুরুতর আহত তৃতীয় কনস্টেবল রামিজ আহমদ বাবা মঙ্গলবার সকালে মারা যান।ভারত শাসিত কাশ্মিরে দেশটির পুলিশ বাহিনীর ইন্সপেক্টর জেনারেল ভিজয় কুমার এক বিবৃতিতে বলেছেন, জঈশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর একটি শাখা দল কাশ্মির টাইগারস এ হামলা চালিয়েছে বলে তাদের কাছে নির্ভরযোগ্য সূত্রের খবর আছে। এ জঈশ-ই-মোহাম্মদই ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে ভারত শাসিত কাশ্মিরে একটি আত্মঘাতী বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছিল। ওই হামলায় অন্তত ৪৬ ভারতীয় সৈন্য মারা যায়। এটা ছিল ওই এলাকায় ভারতীয় বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী এক হামলা।
ভারত-শাসিত কাশ্মিরে ১৯৮০র দশকের শেষ দিক থেকে দেশটির সরকারের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি হয়। কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ ও নিপীড়নের অভিযোগ রয়েছে। এ নিয়ে ভারত সরকারের সাথে কাশ্মির অঞ্চলের সম্পর্কও একটা টানাপোড়েনে আছে।ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুসারে কাশ্মিরকে যে বিশেষ স্বায়ত্বশাসিত এলাকার মর্যাদা দেয়া হয়েছিল, ২০১৯ সালে মোদি সরকার ওই মর্যাদা বাতিল করে দেয়ার পর থেকে এ সম্পর্ক এখন তলানিতে আছে।
সূত্র : বিবিসি
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: