নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর-মহাসড়ক অবরোধ

গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী

নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর-মহাসড়ক অবরোধ
নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, ভাঙচুর-মহাসড়ক অবরোধ

প্রথম নিউজ, ডেস্ক :গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

নিহত ওই ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪০)। তিনি গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সুতার ব্যবসায়ী।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিচারের দাবিতে এ বিক্ষোভ করছেন।

স্থানীয়রা জানান, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করে বাসন থানার পুলিশ। পর দিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে। পরে রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছে। 

সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। একপর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালান।

বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, একটি গুজব কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: