‘বিগ বস’ ছাড়ছেন সালমান
এবার সালমানকে আর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ভারতের সবথেকে আলোচিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। আর এই শো মানেই সালমান খান। এর সঞ্চালকের ভূমিকায় তাকে দেখে অভ্যস্ত দর্শক-অনুরাগীরা। তবে এবার সালমানকে আর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে না। মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্ট নিয়ে হইচই শুরু হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ‘বিগ বস’ ওটিটির তৃতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে অনিল কাপুরকে। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি দুই তারকার কেউই।
Download Apps for Android: https://play.google.com/store/apps/details?id=com.prothomnews&hl=en&gl=US