একসঙ্গে অভিনেত্রী পদ্মপ্রিয়া ও জয়া
সিনেমা জগতের এই দুই অভিনেত্রী একে-অপরের অভিনয়ে মুগ্ধ।

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: একদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অন্যদিকে ভারতীয় তামিল-মালায়ালম সিনেমার ব্যস্ত অভিনেত্রী পদ্মপ্রিয়া। সিনেমা জগতের এই দুই অভিনেত্রী একে-অপরের অভিনয়ে মুগ্ধ। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘অপরাজিতা তুমি’ সিনেমায় অভিনয় করেছেন পদ্মপ্রিয়া। এই সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন জয়া। তিনি ভাবতেন এই অভিনেত্রীর সঙ্গে যদি কোনোদিন দেখা হয়, তাকে জড়িয়ে ধরবেন। আর একই পরিচালকের ‘কড়ক সিংহ’ সিনেমায় জয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছেন পদ্মপ্রিয়া। অবশেষে তাদের সেই মুগ্ধতার মেলবন্ধন ঘটালেন পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। তার আগামী সিনেমা ‘ডিয়ার মা’-তে জয়া আর পদ্মপ্রিয়া একসঙ্গে কাজ করছেন। সেই প্রেক্ষিতে একটি সাক্ষাৎকারে দেখা হয় এই দুই অভিনেত্রীর। আর প্রথম দেখাতে একে অপরকে জড়িয়ে ধরেন। আর নিজেদের মনের কথাগুলো প্রকাশ করেন।
ইতিমধ্যে ‘ডিয়ার মা’ সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, সিনেমাটিতে ফুটে উঠবে সম্পর্কের গল্প। আমি এখানে একজন মায়ের চরিত্রে অভনয় করছি। মা আর ছেলের সম্পর্ক নিয়ে গল্পটি। পরিবার আছে সেখানে। তবে পরিবারের গল্পের সঙ্গে সঙ্গে এই সিনেমায় রহস্যও ধরা দেবে। এই ধরনের চরিত্র আমি আগে করিনি। আন্তরিক ধন্যবাদ পরিচালককে আমাকে এমন সুন্দর একটা সিনেমায় যুক্ত করার জন্য। ‘ডিয়ার মা’ সিনেমার শুটিং চলবে পুরো কলকাতা শহর জুড়ে। সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি। জয়া আহসান এবং পদ্মপ্রিয়া ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।
Download Apps for Android: https://play.google.com/store/apps/details?id=com.prothomnews&hl=en&gl=US