ভালোবাসার চিহ্ন দেখিয়ে কীসের ইঙ্গিত দিলেন শ্রীলেখা
প্রথম নিউজ, ডেস্ক : ভালোবাসার মাসে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গায়ে দেখা গেল ভালোবাসার চিহ্ন! তবে কি নতুন কোনো সম্পর্কে জড়ালেন এই অভিনেত্রী? কে একে দিলেন এই ভালোবাসার চিহ্ন?
এই দেখে নতুন গুঞ্জন শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, তখন শ্রীলেখা নিজের সোশ্যাল পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই প্রকাশ করেছেন। শ্রীলেখার গায়ে ভালোবাসার আঁচড় কোনো পুরুষ নয়, একে দিয়েছেন তার আদরের পোষ্য আদর।
যদিও সেই আঁচড়ে শ্রীলেখা কোনো ব্যথা অনুভব করেননি। কারণ পোষ্য আদর যে তার বড়ই আদরের। ভালোবাসার মাসে আদরের আঁচড়টাও ছিল ভালোবাসায় ভরপুর।
সোশ্যাল পোস্টে অভিনেত্রী লিখেছেন— এটি তার ভালোবাসার আঁচড়। তবে এটি কিন্তু কোনো পুরুষ মানুষের আঁচড় নয়। তার অবলা সন্তানের ভালোবাসার আঁচড়। তাই এটি যাতে টক অব দ্য টাউন না হয়ে ওঠে, তাই আগভাগেই সবটি পরিষ্কার করে দিলেন নায়িকা।
শ্রীলেখার নাকি ভয় ছিল, যদি কেউ আবার ভুল বুঝে ফেলে। যদিও নায়িকা মনের কথা আগভাগে জেনে ফেলায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন ট্রলাররা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: