করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী ন্যান্সি

প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এই গায়িকা নিজেই।
তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা পরীক্ষা করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফল পজিটিভ আসে।
ন্যান্সির স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী সুস্থ আছেন। তাদের কারও করোনার উপসর্গ নেই।
গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে খবর জানান ন্যান্সি। তার আরও দুই সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: