আলিয়াকে ছেড়ে রাশমিকার সঙ্গে রণবীর! ধরা পড়লেন ক্যামেরায়

 আলিয়াকে ছেড়ে রাশমিকার সঙ্গে রণবীর! ধরা পড়লেন ক্যামেরায়

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট মাত্র ১২ দিন আগে নতুন জীবন শুরু করেছেন। বিয়ের পর আপাতত মুম্বাই ছেড়ে মানালিতে রয়েছেন রণবীর। তবে নতুন বউ আলিয়া নয়, এই মুহূর্তে জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানার সঙ্গে হিমাচলে রয়েছেন তারকা। 

ভাবছেন ব্যাপারটা কী? আসলে বিয়ের রেশ কাটবার আগেই পুরোদমে কাজে ফিরেছেন রণবীর। বিয়ের তিন দিনের মাথাতেই স্টুডিও পাড়ায় দেখা গিয়েছিল তাকে। আর শুক্রবার থেকে মানালিতে ‘অ্যানিমেল’ ছবির শ্যুটিং শুরু করে দিলেন রণবীর। সঙ্গী রাশমিকা মান্দানা। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে ‘কবীর সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

রণবীর-রাশমিকা ছাড়াও ছবিতে থাকছেন অনিল কাপুর ও ববি দেওল।  ‘অ্যানিমেল’ পুরোদস্তুর অ্যাকশন থ্রিলার। ছবিতে রণবীরের বাবার ভূমিকায় থাকছেন অনিল কাপুর। খলনায়কের চরিত্রে থাকছেন ববি দেওল। অ্যানিমেল-এ দুই রকম লুকে পাওয়া যাবে রণবীরকে। প্রথমটিতে একদম ছিপছিপে চেহারা, যেই পর্বের আপাতত শ্যুটিং চলছে। অন্যটিকে পেশীবহুল চেহারায় ধরা দেবেন রণবীর। এর জন্য মাস কয়েকের ব্রেক নিয়ে ফের শ্যুটিং শুরু করবেন। সূত্রের খবর এই বছরই ‘অ্যানিমেল’-এর শ্যুটিং শেষ হবে।

ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে টি-সিরিজ, ভদ্রকালী পিকচার্স এবং সিনেওয়ান স্টুডিওস। প্রায় চার বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব রণবীর। অভিনেতার শেষ রিলিজ ছিল ‘সঞ্জু’। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এ ছবি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom