সাংবাদিকের মামলায় আবারও আদালতে সালমান খান
বলিউডের ভাইজান সালমান খানের নামে রয়েছে কয়েকটি মামলা
প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের ভাইজান সালমান খানের নামে রয়েছে কয়েকটি মামলা। এরই মধ্যে ফের আদালতে ডাকা হয়েছে বলিউড সুপারস্টারকে। এক সাংবাদিকের করা মামলায় তার বাড়িতে এসেছে আইনি নোটিশ। ২০১৯ সালে মামলাটি করেন ভারতীয় সাংবাদিক অশোক পান্ডে।
এই মামলায় অন্ধেরী আদালতে আগামী ৫ এপ্রিল হাজিরা দিতে হবে অভিনেতাকে।
সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে জানা গেছে, ২০১৯ সালে খারাপ ব্যবহার করার জন্য সাংবাদিক সালমানের বিরুদ্ধে এই মামলা করেন। যার জন্য ভাইজানকে আদালতে ডাকা হয়। ভারতীয় আইনের ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযুক্ত করা হয় সালমান খানকে। কিন্তু এ বিষয়ে এখনো কিছু জানাননি বলিউড সুপারস্টার।
এবারই প্রথম নয় এর আগেও হরিণ মামলায় দীর্ঘ সময় আদালতে ঘুরতে হয় সালমান খানকে। রাজস্থান হাইকোর্ট সোমবার (২১ মার্চ) যোধপুর জেলা ও দায়রা আদালত থেকে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার বিষয়ে দুটি পিটিশন স্থানান্তর করার অনুমতি দিয়েছে।
জানা গেছে, খান এই দুটি পিটিশনকে নতুন পিটিশনে স্থানান্তর করার জন্য হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন। যেন তিনটি মামলার জন্য একই আদালতে শুনানিতে যেতে পারেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews