বিএফইউজে নির্বাচন আগামী ৮ ডিসেম্বর
গতকাল বিএফইউজে নির্বাচন কমিটির সভায় এ পূণ:তফসিল ঘোষণা করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে নির্বাচন আগামী ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। গতকাল বিএফইউজে নির্বাচন কমিটির সভায় এ পূণ:তফসিল ঘোষণা করা হয়। এনির্বাচন ২৮ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল প্রার্থীদের সাথে এক বৈঠক শেষে নির্বাচন কমিটি এ সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে (রেজি নং : বি-১৯৮৭) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিটি এই যৌথ সভা আজ ২২ নভেম্বর ২০২৩ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবস্থ বিএফইউজে কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান জনাব কায়কোবাদ মিলন। নির্বাচন কমিটির সদস্য জনাব শফিক চৌধুরী ও জনাব মুজতাহিদ ফারুকী সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন এবং বিএফইউজে নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন গাজী ও মহাসচিব প্রার্থী কাদের গনি চৌধুরীর দেয়া দুটি চিঠি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রার্থীদের মতামতের ভিত্তিতে সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিটি নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের জন্য দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণে বিরতি থাকবে।