বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভা মঙ্গলবার

এ বছর দিবসটির প্রতিপাদ্য: মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি (Freedom of expression as a driver for all other human rights)।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনা সভা মঙ্গলবার

প্রথম নিউজ, অনলাইন: প্রতি বছর ৩ মে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য: মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি (Freedom of expression as a driver for all other human rights)। গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এসব বিষয়ে আলোচনার জন্য সম্পাদক পরিষদ একটি সভার আয়োজন করেছে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ২রা মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। 

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে আরও বলা হয়, জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে- অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। এরই মধ্যে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) একটি ভীতি তৈরি করেছে, যা সংবিধানের মৌলিক অধিকারেরও পরিপন্থী। এছাড়া স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত ও সংকুচিত করতে পারে এমন নতুন আইন কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। আগামীতে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়ন করতে হলে মুক্ত বুদ্ধি চর্চার ও মতপ্রকাশের স্বাধীনতার কোনো বিকল্প নেই বলে মনে করে সম্পাদক পরিষদ।