মিডিয়া ওয়াচডগ বলছে ২০২১ সালে ৪৫ সাংবাদিক নিহত হয়েছেন
২০২১ সালে বিশ্বব্যাপী মোট ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট (IFJ) বলেছে, এটি অন্যান্য যেকোনো বছরের তুলনায় রেকর্ড করা "সর্বনিম্ন মৃত্যুর হার ''
প্রথম নিউজ ডেস্ক: ২০২১ সালে বিশ্বব্যাপী মোট ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট (IFJ) বলেছে, এটি অন্যান্য যেকোনো বছরের তুলনায় রেকর্ড করা "সর্বনিম্ন মৃত্যুর হার '' । এরমধ্যে আফগানিস্তানে সাংবাদিক মৃত্যুর ঘটনা সবথেকে বেশি নথিভুক্ত হয়েছে। আফগানিস্তানে নয়টি ,মেক্সিকোতে আটটি, ভারতে চারটি এবং পাকিস্তানে তিনটি। IFJ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, অব্যাহত সহিংসতার মুখে ২০২১-এ সাংবাদিকদের মৃত্যুর হার কমার খবর সামান্য হলেও স্বস্তিদায়ক। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) দুই সপ্তাহ আগে একই পরিসংখ্যান দিয়েছে, সেই সঙ্গে জানিয়েছে ১৯৯৫ সালের পর এটিই সর্বনিম্ন। IFJ এর মতে , মিডিয়া কর্মীদের দুর্নীতির পর্দাফাঁস , অপরাধ এবং ক্ষমতার অপব্যবহারের খবর সামনে আনার জন্য প্রায়শই প্রাণহানির মুখে পড়তে হয় ।আঞ্চলিকভাবে সংখ্যার দিকে তাকালে, এশিয়া প্যাসিফিক ছিল সবচেয়ে মারাত্মক, যেখানে ২০টি হত্যাকাণ্ড ঘটেছে। আমেরিকা ছিল দ্বিতীয় স্থানে , সেখানে ১০ টি এবং তৃতীয় স্থানে থাকা আফ্রিকায় আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে । ইউরোপে ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন, যেখানে মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে মাত্র একজন।
IFJ বলেছে, ২০২১-এ স্পট রিপোর্টিং কম হওয়ার কারণে সশস্ত্র সংঘাতের ঝুঁকিগুলি হ্রাস পেয়েছে। সেই সঙ্গে মেক্সিকোর বস্তি থেকে গ্রীস এবং নেদারল্যান্ডসের ইউরোপীয় শহরগুলির রাস্তায় অপরাধ চক্র এবং ড্রাগ মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদের। IFJ মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার সাংবাদিকদের সুরক্ষার জন্য জাতিসংঘের একটি কনভেনশনে বিষয়টি উত্থাপন করেছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা একটি অলাভজনক কমিটির নতুন প্রতিবেদন অনুসারে কারাগারের পিছনে সাংবাদিকদের সংখ্যা ২০২১ সালে বিশ্বব্যাপী সর্বোচ্চে জায়গায় পৌঁছেছে। চলতি বছরের ১লা ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ২৯৩ জন সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে।
সূত্র : আলজাজিরা
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: