বিএনপির মানবতাহীন রাজনীতি পরাভূত হবে: মতিয়া চৌধুরী

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির মানবতাহীন রাজনীতি পরাভূত হবে: মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী

প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির মানবতাহীন পৈচাশিক উল্লাসের যে রাজনীতি— সেই রাজনীতি পরাভূত হবে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমানরা জীবন দিয়ে আওয়ামী লীগের যে ধারা প্রতিষ্ঠিত করেছে সেই ধারা অব্যাহত থাকবে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন ওই সভার আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেছেন,  ১৫ আগস্টের ঘটনা প্রসঙ্গে সংসদে বেগম জিয়া পরিহাস করে বলেছিলেন, উনাকে (শেখ হাসিনা) মারতে যাবে কে? উনি তো ভ্যানিটি ব্যাগে পটকা নিয়ে নাটক করতে গিয়েছিলেন। কোনরকম মানবিকতা, লজ্জাবোধ নাই। চিকিৎসকরা সেদিন হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিল। এমনভাবে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আহতরা বা মৃত্যুমুখে পতিতরা চিকিৎসাসেবাও যেন না পায়।

তিনি বলেন, 'কোকো মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী হাওয়া ভবনে গিয়েছিলেন, কিন্তু সেখানেও গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ছোট কেঁচি গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু সেটাও খুলে নাই। তিনি মানবিক কারণে সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন। কিন্তু প্রত্যুত্তরে বিএনপি যে কাজটি করেছিল সেটি ছিল অমানবিক, অমানুষিক ও পৈশাচিক। তাদের যে মানবিকতা, মনুষ্যত্ব বলে কিছু নাই তা তারা প্রমাণ করেছে।'

সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু একটা গান প্রায়ই গুনগুন করে গাইতেন 'মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়'। এই শিক্ষাটা আমাদের প্রধানমন্ত্রী তার পিতার কাছ থেকে পেয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি এই শিক্ষাটা মনে রাখেন। আজ যারা দানবের তরে এই পৃথিবীটা তৈরি করতে চায় এবং লুটপাট, ধ্বংসযজ্ঞ করতে চায় তারা হলো বিএনপি। এই পৃথিবী কয়েকটা বিশ্বযুদ্ধ দেখেছে কিন্তু শেষপর্যন্ত প্রমাণ হয়েছে মানবের তরেই এই পৃথিবী।'

মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপির যে চক্রান্ত, মানবতাহীন পৈচাশিক উল্লাসের যে রাজনীতি সেই রাজনীতি পরাভূত হবেই হবে এবং আইভী রহমানরা জীবন দিয়ে আওয়ামী লীগের যে ধারা প্রতিষ্ঠিত করেছে সেই ধারা অব্যাহত থাকবে।রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশনর সভাপতি লায়ন মশিউর আহমেদর সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অনান্যরা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom