‘ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও ইসরাইলের কাছে ছাড়া হবে না’

দখলদার ইসরাইলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি।

‘ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও ইসরাইলের কাছে ছাড়া হবে না’
‘ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও ইসরাইলের কাছে ছাড়া হবে না’

প্রথম নিউজ, ডেস্ক: ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূমিও ছাড়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস। দখলদার ইসরাইলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছে সংগঠনটি। জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ প্রতিরোধই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও মাতৃভূমি পুনরুদ্ধারের একমাত্র উপায় বলে বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে। ফিলিস্তিনের ৪৭তম ভূমি দিবসের বার্ষিকী উপলক্ষে এই বিবৃতি প্রকাশ করে হামাস। ১৯৭৬ সালের পর থেকে ৩০ মার্চ ফিলিস্তিনিরা দিবসটি পালন করে আসছে। 

১৯৭৬ সালের এই দিনে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদ করায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে। দিবসটি শুধুমাত্র ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত জনগণই পালন করে না বরং সারাবিশ্বে বসবাসরত ফিলিস্তিনিরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে আসছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: