ঈদে সালমার ‘আসমান ভরা তারা’
‘আসমান ভরা তারা’ শিরোনামের এ গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে সঙ্গীতাঙ্গনের ব্যস্ততা বেড়েছে। নতুন গান ও মিউজিক ভিডিও নির্মাণ কাজে ব্যস্ত সবাই। এরই মধ্যে ফোক গানের সঙ্গীতশিল্পী সালমা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘আসমান ভরা তারা’ শিরোনামের এ গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। শিগগিরই এ গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।
এতে সালমা মডেল হিসেবে থাকতে পারেন বলে জানা গেছে। নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘গানের কথা চমৎকার। সুর এবং সংগীতায়োজনও দারুন হয়েছে। আশা করছি শ্রোতা দর্শকদের ভালো লাগবে।’ ঈদুল ফিতরে সালমার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে এ গানের ভিডিও প্রকাশ করা হবে। এদিকে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গানও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সেজন্য এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: