ফারুকীর ‘সামথিং লাইক অটোবায়োগ্রাফী’র প্রিমিয়ার
ওটিটি প্ল্যাটফরম চরকিতে উন্মুক্ত হওয়া এ ছবিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় মহাখালীর স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অটোবায়োগ্রাফী’র প্রিমিয়ার। ওটিটি প্ল্যাটফরম চরকিতে উন্মুক্ত হওয়া এ ছবিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশাও। প্রিমিয়ারে এ তারকা দম্পতি হাজির হন একসঙ্গে। সঙ্গে ছিলেন চরকির প্রধান কর্মকর্তা রেদোয়ান রনিসহ ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। ছবিটি নিয়ে সাংবাদিকদের সামনে নিজেদের অভিজ্ঞতার কথা খোলাসা করেন ফারুকী-তিশা। ফারুকীর সঙ্গে প্রথমবার অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত ফারুকীর সঙ্গে যেভাবে কাটাই সেভাবেই আমরা শুটিংটি করেছি। আমার কাছে পার্থক্য মনে হয়নি কোনো। শুধু সামনে একটা ক্যামেরা ছিল। মনে হয়েছে পাশের সঙ্গীটার সঙ্গেই কাজ করছি।
তবে মজা লেগেছে। এটাও ঠিক যে এমন অভিজ্ঞতা আর হবে কিনা জানি না। কারণ ফারুকী ভবিষ্যতে আর অভিনয় করবে কিনা সেটা প্রশ্ন! সব মিলিয়ে দারুণ একটি জার্নি ছিল। আর আমার দৃষ্টিতে অভিনেতা হিসেবে ফারুকী খুব ভালো করেছে। ছবিটি কি আপনার বায়োপিক কিনা এমন প্রশ্নে ফারুকী বলেন, সেটা হলো তো নাম ‘সামথিং লাইক এ অটোবায়োগ্রাফী’ হতো না। ঘোষণাই থাকতো বায়োগ্রাফীর। তবে এটুকু বলবো এর পুরোটা সত্য না, আবার যেটুকু সত্য না সেটাও মিথ্যা না। এখানে অভিনয় প্রসঙ্গে এ নির্মাতা বলেন, এখানে অভিনয় করে মনে হয়েছে জীবন তো এমনই। নিজের পারফরম্যান্স দেখেও এমন অনুভূতি হয়েছে। আর অভিনয়ে দেখা যাবে কিনা এমন প্রশ্নে ফারুকী এক বাক্যে বলেন, ‘অভিনয়ে কথা শুনলেই জ্বর চলে আসে’।