ফেনীতে বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলায় বসুরহাট রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রথম নিউজ, ফেনী: সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে ফেনীর দাগনভূঞার বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলায় বসুরহাট রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীনের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে দেখা যায় বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বেকারি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছে। বিএসটিআই থেকে ব্রেড, বিস্কুট, কেক, দধি পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করেই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করছে। বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম), এছাড়া বিএসটিআই কুমিল্লার প্রতিনিধি ও দাগনভূঞা থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন। বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা কাজী মো. শাহান অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।